Header Ads

সর্বাধিক পর্যালোচনা করা রাজনৈতিক চলচ্চিত্র- Apaharan 2005

Apaharan 2005


মুভিটি দুর্নীতি, রাজনীতি এবং অপরাধ ও ক্ষমতার মধ্যে সংযোগের বিষয়বস্তু অন্বেষণ করে। "অপহরন" শিরোনামটি ইংরেজিতে "কিডন্যাপিং"-এ অনুবাদ করে, যা চলচ্চিত্রের কেন্দ্রীয় বিষয়বস্তুর স্পষ্ট ইঙ্গিত দেয়।

সাল টা ১৯৭৬, বিহারের ভাগলপুরে জন্ম নিলো একটা মা হারা সন্তান...জন্মের পর মায়ের মুখটা পর্যন্ত দেখেনি। বাবা বিধায়ক। সৎ ছিলেন বাবা। ঘুষের চরম বিরোধী ছিলেন। বাচ্ছাটির ইচ্ছা বড়ো হয়ে সরকারি চাকরি করবে। লেখাপড়া তেও বেশ ভালো ছিলো। ৮০ এর দশকে প্রতিটা বিষয় ৬৫% নাম্বার কম বড়ো ব্যাপার না। যেটা এখন গিয়ে দাঁড়াবে ৯৫% এর উপর। ছেলে পরীক্ষায় পাশ করে সরকারি চাকরির সুযোগ পেলো কিন্তু দরকার ছিল লাখ তিনেক টাকা। বাবা তো দেবে না। হাত পাতলো বন্ধুর কাছে। টাকার ব্যবস্থাও হয়ে গেলো।

টাকাটাও জমা করে দিলো ছেলে। কিন্তু চাকরি টা পাওয়ার জন্য বাবা বিধায়ক এর সই চাই। বাবা যখন জানতে পারলো ছেলে ঘুষ দিয়ে চাকরি টা নেবে বাবা সই করলেন না। এবার ছেলে যখন জানতে পারলো বাবা সই করেনি, টাকাটা গেছে চাইতে। কিন্তু নিয়ম অনুযায়ী একবার টাকা জমা হয়ে গেলে সেই টাকা আর ফেরত হয় না।

যার কাছ থেকে টাকাটা নিয়েছে তাকে তো টাকা টা ফেরত দিতে হবে। শুরু হলো এখান থেকে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের ক্রিমিনাল হয়ে ওঠার নতুন অধ্যায়। ছেলেটাকে যখন পুলিশ ধরেছিল -- ছেলেটা পুলিশ কে একটা কথা বলেছিল, স্যার একটা সুযোগ দিন আমি আপনার কাজে আসবো।

ক্লাইম্যাক্স সিনে বাবা যখন ছেলেকে বলেছিল -- বেটা মুঝসে গালতি হো গ্যায়া, মাফ কার দে বেটা। ছেলেটা উত্তর দিয়েছিল আব বহুত দের হো গ্যায়া পাপা। আর বেশি কিছু বললাম না, দেখে নেবেন সিনেমা টি। খারাপ লাগবে না। আমি যেই সিনেমা গুলো সাজেস্ট করবো। সেই সিনেমা গুলো একটু স্লো হবে কিন্তু রক্ত গরম করে দেবে আপনার। একটু নিজের মধ্যে গম্ভিরতা আসবে। মনে রাখবেন একটা সিনেমা আমাদের অনেক কিছু শেখায়....

Apaharan 2005 (IMdb 7.4/10)

"অপহরন" একটি চিন্তা-উদ্দীপক থ্রিলার হিসাবে দাঁড়িয়েছে যা অপরাধ, রাজনীতি এবং ক্ষমতার মধ্যে জটিল সংযোগগুলি অন্বেষণ করে। একটি আকর্ষক কাহিনী এবং শক্তিশালী অভিনয়ের সাথে, ছবিটি হিন্দি চলচ্চিত্র শিল্পের ক্রাইম থ্রিলার ঘরানার একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে রয়ে গেছে।


No comments

Powered by Blogger.