Header Ads

৪৬তম বিসিএসের মোট পদসংখ্যা ৪৮৯ টি। (জেনারেল)


 ৪৬তম বিসিএসের মোট পদসংখ্যা ৪৮৯ টি। (জেনারেল)

৪৬তম বিসিএসের মোট পদসংখ্যা ৪৮৯ টি। (জেনারেল) অপরদিকে ব্যাংকের অপেক্ষমান নিয়োগ পরীক্ষাগুলোর জন্য পদসংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি।
আবার বিসিএস ক্যাডারদের একটা বড় অংশ আসে ব্যাংকারদের মধ্য থেকে, যাঁরা এর আগে ব্যাংকের চাকরি করতেন। বিসিএস একটি লেন্থি প্রসেস। পদসংখ্যাও বেশ কম। তাই, ব্যাংকের একটি জব এনশিউর করে বিসিএস যুদ্ধে নামাটাই বুদ্ধিমানের কাজ। অথবা, বিসিএস প্রিপারেশানের পাশাপাশি ইংরেজি ম্যাথটা শিখে নিলে অনায়াসে ব্যাংকের প্রিলিটা পাশ করা সম্ভব। সাথে ইংরেজি বিষয়ের জন্য ভোকাবুলারিতে জোড় দিতে হবে।
গত ২/৩ টা ব্যাংকের পরীক্ষার প্রিলির কাটমার্ক থেকে দেখা যাচ্ছে, প্রতিক্ষেত্রে কাটমার্ক ৬৫ নম্বর ছাড়িয়ে গেছে। আর ম্যাথ বাদ দিয়ে ৬৫+ নম্বর এনশিউর করা সম্ভব না। যাঁরা পরীক্ষা দিচ্ছেন, এ বিষয়টি তাঁরা এক বাক্যে স্বীকারও করে নিচ্ছেন।
ব্যাংকের সবচেয়ে বড় সার্কুলারগুলো এখন চলছে। ভবিষ্যতে এতো বেশি শূন্যপদের সার্কুলার আর আসবে না। কারণ গত ২-৩ বছরে ব্যাংকে ব্যাপক জনবল নিয়োগ দেওয়া হয়েছে।
তাই, আগামী ৪/৫ টা মাস আমাদের সাথে লেগে থাকুন।

সকলের জন্য শুভ কামনা রইলো।

No comments

Powered by Blogger.