বহুরূপী এবং স্বার্থপর মানুষের ধর্ম
বহুরূপী এবং স্বার্থপর তাই মানুষের ধর্ম
প্রতেক প্রেমিকের জীবন দরখাস্তের মতোন আবেদন করলে পাইতেও পার। তাই বলে অমুল্য ধন ভাবার কিছু নাই।মানুষ বলে,যত মানুষের সাথে মিশবা তত মানুষ চিনবা।আর আমি বলি,যত মানুষের থেকে দূর'ত্ব বজায় রাখবো,ততই ভালো থাকতে পারবো।কারো সাথে ভালো সম্পর্ক গড়াই পরে কা'ল হয়ে দাঁড়ায়।মানুষ চেনার জন্য সবার সাথে মেশার দরকার হয়না।বহু'রূপী এবং স্বা'র্থ'প'র'তাই মানুষের ধর্ম।সুতরাং যত বেশি কম মানুষের সাথে মিশবেন,তত বেশি শান্তিতে থাকবেন।
পাশে কেউ থাকলে হয়তো নিজেকে লুকাতে কষ্ট হবে।কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন। ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমান করলে হেসে চলে আসবেন,মানুষ আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন সুখে থাকবেন! লাইফে পারফেক্ট মানুষের চেয়ে পার্মানেন্ট মানুষটা বেশি জরুরি।
একটা সুন্দর মুখাবয়বের চেয়ে একজন লয়্যাল মানুষ পাওয়া জীবনে বেশি সৌভাগ্যের।
কার পাশে আপনাকে ভালো মানায় তার চেয়েও গুরুত্বপূর্ণ কে আপনার প্রতি কতটুকু দায়িত্ববান এবং যত্নশীল।
জীবনে রুপ আর অর্থবিত্তের চেয়েও এমন একটা মানুষ থাকা বেশি জরুরি যে আপনার খারাপ সময়ে মাথার উপর একটুখানি ছায়া হয়ে পাশে থাকবে।পৃথিবীর সবকিছু পেয়ে গেলেও
তোমাকে আর পাওয়া হবে না! আপনাকে বুঝবে, বুঝাবে, সারাজীবন মানিয়ে নিয়ে একসাথে পথ চলবে।
যদি অন্যের থেকেই মটিভেশন নিয়ে জীবনে সফল হওয়া যেতো তাহলে এই দুনিয়াতে কেউ আর অসফল থাকতো না ভাই। আর ছবিতে কিছু জিনিস বাস্তবের থেকে অতিরঞ্জিত করা হয়ে থাকে। সব চেয়ে বড় মটিভেশন হলো আত্মশিক্ষা।
যারা সত্যিই ভালোবাসে, তারা প্রতিশ্রুতি দেয় না! বরং খুব বিচ্ছিরি থেকে বিচ্ছিরি পরিস্থিতিতেও তারা নীরব হয়ে পাশে থেকে যায়
কারও অনেক অর্থবিত্ত থাকলেই যে সে আপনার সব শখ, আহ্লাদ, স্বপ্ন, ইচ্ছে পূরণ করবে এমনটা কিন্তু নয়। যদি না তার আপনার ইচ্ছের মূল্য দেওয়ার সেই সুন্দর মানসিকতাটা না থাকে।
শুধুমাত্র কারও সৌন্দর্যে আপনি সারাজীবন আটকে থাকতে পারবেন না। যদি না আপনি সেখানে মানসিক শান্তিটা খুঁজে না পান। যদি আপনি একসাথে ভালো থাকতে না পারেন।
জীবনে চলার পথে একজন দায়িত্ববান, সুন্দর মানসিকতার মানুষ পাওয়া যে কোন মানুষের জন্যই পরম সৌভাগ্যের, অনেক বেশি শখের এবং সুখের।ভালবাসা পাবেন আর সবথেকে বড়ো জিনিস নিজের পরিবার কে সবসময় আগে গুরুত্ব দিতে জানবেন।
No comments